রোজ গার্ডেন
রোজ গার্ডেন আজও দারিয়ে আছে পুরান ঢাকার গোপিবাগ এলাকায়। তৎকালীন নব্য জমিদার ঋষিকেশ দাশ বিশ শতকের তৃতীয় দশকে (সম্ভবত ১৯৩০ সালে) গড়ে তোলেন এই গার্ডেন। বলধার জমিদার নরেন্দ্র নারায়ন চৌধুরির বাগান-বাড়ির আদলে নির্মিত হয়েছে এই রোজ গার্ডেন। তৎকালীন উচ্চ বিত্ত হিন্দু সামাজের সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলধা জমিদারের বাড়ি। ্কদিন বিনা আমন্ত্রণে ঋষিকেশ গিয়েছিলেন বলধার এক জলসায়। কিন্দু ঋষিকেশ দাস সনাদনী ধর্মে নিম্নবর্ন হওয়ায় সেখানে তাকে অপমানিত হতে হয়। তারপরেই নির্মান করেন রোজ গার্ডেন। রোজ গার্ডেনটি ছেল ২২ বিঘা জমির উপর। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের দুলর্ভ সব গোলাপ গাছে সুশোভিত করেছিলেন এ উদ্যানটি। বাগানের প্রধান গেট দিয়ে প্রবেশ করতেই ছোখে পরে একটি শান বাঁধালো পুকুর। গেট, কুকুর ও বাগানে ইউরোপীয় স্থাপত্য শৈলিতে নির্মিত অনেকগুলো ভাস্কর্য ছিল। বাগানের পুরো সীমানাজুড়ে ছিল আম গাছের সারি ও মাঝ খানে অবস্থিত কারুকার্য মন্ডিত দ্বি-তল এ ভবনটি।

No comments