Header Ads

Header ADS

রূপলাল হাউজ






রূপলাল হাউজ উনবিংশ শতকে নির্মিত একটি ভবন। এটি পুরানো ঢাকা এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তর পারে ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। ভবনটি নির্মান করেন হিন্দু ব্যাবসায়ী ভ্রাতৃদ্বয় রুপলাল দাস ও রধুনাথ দাশ। দ্বিতল এই ভবনটির স্থাপত্য শৈলি অভিনভ। ভবনটিতে ৫০টির  অধিক কক্ষ রয়েছে এবং কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ রয়েছে। সাম্পতিক কালে রূপলাল হাউজ মসলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে যায়। তবে, বর্তমানে এটিকে অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্বাবধানে রাখা রয়েছে নামে মাত্র।

No comments

Theme images by Juxtagirl. Powered by Blogger.